admin
15th Feb 2021 11:58 am | অনলাইন সংস্করণ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৯২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ৭৯ জন।
মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৩৯৬ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৪ লাখ ১১ হাজার ৪৯৯ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৮৫২ জন।
প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৪৭০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ১৭৪ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ১৬ হাজার ১৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৩৪ হাজার ৫১৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ২৯৪ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। এরপর ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Array