admin
06th Dec 2019 12:47 pm | অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা একই পরিবারের বলে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধুসেতুর পূর্ব গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় গাড়িটি।এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির ভেতরে থাকা তিনজন নিহত হন। এসময় আরও পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।