admin
07th Dec 2019 11:41 am | অনলাইন সংস্করণ

কারওয়ান বাজারে অবস্থিত সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলার ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন।
এরশাদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে সকাল ৯টা ২৬ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ভবনটির ১৪ ও ১৫ নম্বর ফ্লোরে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনটিতে এসিসহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তীতে জানা যাবে বলে সার্ভিস সূত্র জানিয়েছে।