admin
11th Jan 2019 11:43 pm | অনলাইন সংস্করণ

মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়াঃ
কুতুবদিয়ায় (১১ জানুয়ারী) বিকাল ৪টায় আজম সড়কের ধরুং বাজার থেকে বড়ঘোপ যাওয়ার পথে কৈয়ারবিল বেন্টার রোড়ের সামনে জীপ ও মোটরসাইকেল মুখামুখি হয়ে মোটরসাইকেলের চালকসহ দুইজন গুরুত্ব আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। আহতরা হলেন- কুতুব শরীফ দরবার পরিচালিত শাহ মালেকিয়া শামসুন নূর হেফজখানার শিক্ষক হাফেজ হামিদ উল্লাহ ও চট্টগ্রাম শহর থেকে বেড়াতে আসা জাহেদ। আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
Array