বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে স্টেডিয়াম থেকে ‘চিটার… চিটার’ চিৎকার করে কিছু ভারতীয় সমর্থক উত্য়ক্ত করছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। আক্রমণ নয়। ভালো মানুষ স্মিথকে বরং একটু উৎসাহ দিক দর্শক। মাঠে খেলা চলাকালীনই দর্শকদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়ে মানবতার অনন্য নজের দেখিয়েছিলেন বিরাট কোহলি।
কিন্তু বিরাটের এমনতর মানবিক দিক নিয়েই তীব্র আপত্তি ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান নিক কম্পটনের। কম্পটনের দাবি, বিরাটের কোনো অধিকার নেই, দর্শকদের স্মিথকে উত্ত্যক্ত করা থেকে আটকানোর। কম্পটনের এহেন দাবি নিয়ে ক্রিকেটমহলে রীতিমতো ঝড় উঠে গেছে।
এরপর কম্পটনকে একহাত নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ট্যুইটারে মনোজ বলছেন, ‘এই লোকটার আবার কী হল? জীবনের ঠিক-ভুলের সঙ্গে মানবিকতার দূরত্ব অনেকখানি। বড় হও…তুমি বুঝবে না এই বিষয়গুলো ভারতীয়দের কাছে কতটা মূল্যবাণ। ‘
তবে শুধু এখানেই থেমে থাকেননি মনোজ। কম্পটনকে আরও বলছেন, ‘কোনও মন্তব্য করার আগে মদ্যপ হয়ে থাকবেন না।’
Array