
আসন ভাগাভাগিকে গুরুত্ব কম দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নির্ভুল ভাবে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি পথ চলতে চায় বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
শনিবার (২৪ নভেম্বর) গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে প্রায় চার ঘন্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা চলছে। প্রকৃতপক্ষে আমাদের লক্ষ্যে পৌছানোর জন্য নিভুল পথ চলতে হবে, এখানে আবেগের সুযোগ নেই।’
নির্বাচনে কয়টা আসন পেয়েছেন জানতে চাইতে তিনি বলেন, ‘আমরা পেয়েছি আরও পার। আমরা আশাবাদী চূড়ান্ত হওয়া সময় আরও ভালো কিছু পাব। এই আশা নিয়ে আমরা চলে যাচ্ছি।’
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ইন্টানার্ল আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি।’
তিনি বলেন, ‘এখন আসন ভাগভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। কাল পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
জাতীয় পার্টিকে কয়টি আসন দেয়া হচ্ছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তা এখন পরিষ্কার নয়।’
শরিকদেরকে জন্য কতটি আসন দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘৬৫-৭০ বেশি আসন দেয়া হচ্ছে না।’
এর আগে আজ শনিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট-মহাজোট নেতাদের সঙ্গে সকাল থেকে বৈঠক করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্দ্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার। এরপর বৈঠকে বসে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।
ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।
Array