বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সোমবার সকাল থেকেই শ্বাসকষ্ট অনুভূত হলে দুপুরে ননকোভিড কেবিন থেকে বেগম জিয়াকে করোনারী কেয়ার ইউনিট-সিসিইউতে নেয়া হয়।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তার চিকিৎসক ও দলের নেতারা।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যেকোন মানুষেরই যেকোন সময় শ্বাসকষ্ট দেখা যেতে পারে। দেশে-বিদেশে চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের পরামর্শ ও তত্বাবধানে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। সেগুলো শেষ হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।
করোনারী কেয়ার ইউনিটে যখন কেউ ভর্তি থাকেন তখন তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসই নেন বলেও জানান তিনি। তিনি বলেন, তার সাথে চিকিৎসকরা দেখা করে এসেছেন, কথা বলেছেন। তিনি কেমন আছেন তার খোঁজ নিয়ে এসেছেন চিকিৎসকরা।
এদিন বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।
Array