
চাঁদপুর প্রতিনিধি : “তারুণ্যের উৎসব ২০২৫”। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে চাঁদপুর শহর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে থেকে শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, পৌরসভা সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মোঃ শাহজাহান খানসহ সংশ্লিষ্ট অংশীজন। কর্মসূচি সম্পর্কে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার আয়োজনে শহরের পনেরটি ওয়ার্ডে প্রতিদিন এই কর্মসূচির আওতায় চাঁদপুর শহর ও তার সংলগ্ন এলাকায় মশক নিধন কর্মসূচি পালন করা হবে এবং একই সর্বসাধারণকে মশক নিধন বিষয়ে সচেতন কার্যক্রম চলমান রাখা হবে।
চাঁদপুর পৌর প্রশাসক আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শহরকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে এবং তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়নে আরও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উৎসব শুধু শহরের নয়, দেশের সামগ্রিক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
Array