admin
19th Nov 2019 5:18 pm | অনলাইন সংস্করণ
৪ হাজার ৪৪৩ জন প্রার্থীকে স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে এ নিয়োগ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগকৃতদের তালিকাটি পাওয়া যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। ওয়েবসাইটটির ঠিকানা- www.mopa.gov.bd।
এদের মধ্যে সহকারী সার্জন পদে নিয়োগ পেয়েছেন মোট ৪ হাজার ২০৩ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পেয়েছেন মোট ২৪০ জন।