
নিউজ ডেস্ক: শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তাদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে, যেখান থেকে তারা পশ্চিমা দেশ ও এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রফতানি করতে পারবে।
চীনে সফররত প্রধান উপদেষ্টা চারটি বৈঠক করেন, যেখানে তিনি চীনের ১০০ জনেরও বেশি শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও সিইও এর সঙ্গে আলোচনা করেন।
তাদের কাছে ড. মুহাম্মদ ইউনূস তুলে ধরেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং যা বিদেশি বিনিয়োগকারীদের অত্যন্ত প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করছে।
বাংলাদেশে কারখানা স্থাপনের এখন উপযুক্ত সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে এবং এটি নেপাল ও ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।
তিনি নতুন বাংলাদেশের ভবিষ্যত, বাণিজ্যের সম্ভাবনা এবং বাংলাদেশি যুব সমাজের ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।
Array