
ঢাকা, রবিবার ৪ সেপ্টেম্বর-২০২২ ইং:
গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় ছাত্র সমাজ, কিশোরগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন কিশোরগঞ্জ জেলার অতিথি কমিউনিটি সেন্টারে জেলা ছাত্র সমাজের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রাজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ডাসুর সাবেক সদস্য, জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক বাবু নির্মল চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান টিটু, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মো:জামাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আশরাফ উদ্দিন রেনু, উদ্বোধন করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল, প্রধান বক্তা ছিলেন জাতীয় সমাজের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি শাহ ইমরান রিপন, সহ সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স,ফয়সাল রানা, মোঃশরিফ উদ্দিন, জিয়াউর রহমান জয়, শাহরিয়ার রাসেল, আরিফুর রহমান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ , সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, অর্থ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, পাঠচক্র সম্পাদক আশিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য মায়িন মাসুদ, নাজিম উদ দৌলা, জনি আহমেদ, মিরাজুল ইসলাম রাজ,মহিবুল্লা আল মুমিন সহ কিশোরগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে কন্ঠ ভোটের মাধ্যমে গৃহীত এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ছাত্রনেতা জাহাঙ্গীর আলম রাজীবকে সভাপতি, শফিকুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক, ফরহাদ ভূঁইয়া বাবুকে সিনিয়র সহ সভাপতি, মোঃ আলী মনির কে সহ-সভাপতি, শরিফুল ইসলাম শরীফকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় ছাত্র সমাজ, কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল অনুমোদন করেছেন। অনুমোদিত কমিটি আগামী ১০ (দশ) দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার শর্তে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন এর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। আশা করি আপনাদের নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ, কিশোরগঞ্জ জেলা শাখা সাংগঠনিকভাবে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র হাত আরো শক্তিশালী হবে।
এ আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে।
Array