
ঢাকা, রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ইং : জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক মোঃ ইউসুফ কে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণ এর সহ সভাপতি মোঃ মানিক খাঁন এর সভাপতিত্বে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর আবদুস সবুর আসুদ বলেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সংবিধান সংরক্ষণ করে সংবিধান কে সম্মান জানিয়ে ক্ষমতা থেকে সরে গিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ফকির আল মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, কেন্দ্রীয় সদস্য মৃধা মিরাজুল ইসলাম রাজ এবং শাকিল আহমেদ সহ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণ এর জাতীয় ছাত্র সমাজ শ্যামপুর থানা, খিলগাঁও থানা, যাত্রাবারী থানা এর ছাত্র নেতৃবৃন্দ।
Array