ঢাকা ২০ নভেম্বর ২০১৯ বুধবার: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের দিকে তাকালে মনে হয় জাতি আজ হতাশায় নিমজ্জিত। একদিকে উন্নয়ন ও অগ্রগতি! অন্যদিকে উন্নয়নের ধারা কে বিনষ্ট করতে ব্যস্ত একটি কুচক্রী মহল। এই ধারা থেকে বের হয়ে আসতে হলে জনগণ কে একটি শক্তি বেছে নিতে হবে। আর সেই শক্তি হলো জাতীয় পার্টি। আজ জাতীয় পার্টি কাকরাইলস্হ কেন্দ্রীয় কার্যালয়ে গাজীপুরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এস, এম, কিবরিয়া জাতীয় পার্টি’র নেতা পল্লীবন্ধু এরশাদ এর আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র নেতৃত্বের প্রতি আস্হা জানিয়ে জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি’র হাতে ফুল দিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি তে যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সম্মেলন
প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ বেলাল হোসেন
এর সঞ্চালনায় সভায় যোগদানকারী নেতা ও তার সাথে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে লিয়াকত হোসেন খোকা এমপি আরো বলেন জাতীয় পার্টি’ই আগামীতে বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি উপহার দিবে ইনশাআল্লাহ্।
তিনি সকল কে আগামী ৭ ডিসেম্বর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।
এ-সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয়
দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দপ্তর সম্পাদক এম, এ, রাজ্জাক খান,জাতীয় মৎসজীবি পার্টির সাধারণ সম্পাদক আজহারুল
ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক পার্টি নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, ফারুক আহমেদ, আবু সাঈদ স্বপন, হুমায়ন খান, জায়েদুল ইসলাম জাহিদ,আজিজুল হুদা চৌধুরী সুমন, মোঃ নূরুজ্জামান,আজমল হোসেন জিতু, ইদি আমিন
এ্যাপোলো, কনক আহমেদ, শাখাওয়াত হোসেন,
গাজীপুর জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক
হুমায়ুন কবীর সিকদার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নাসির উদ্দিন গাজী, গাজীপুর জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সাইদুর রহমান মোড়ল, স্বেচ্ছাসেবক
পার্টি নেতা মাঈনুল ইসলাম আলমগীর, মোঃ ইউসুফ, মেহেদী হাসান ইমন, মোঃ হোসেন, শাহাদাৎ হোসেন সজিব, মোঃ শরীফ হোসেন, সাহস উল্লাহ প্রমুখ।