admin
17th Nov 2019 3:00 pm | অনলাইন সংস্করণ
ঢাকা ১৭ রবিবার ২০১৯: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি দল। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী অফিসে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর ক্লোয়ার রবার্টসন ও গ্রেগ মিনজাক এবং ডেপুটি ডিরেক্টর সানিয়া রহমান উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
এসময় সুশাসন, গণতন্ত্র, দলের মধ্যে নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক চর্চা ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।
Array