• ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টি হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের দল – গোলাম মোহাম্মদ কাদের। 

 admin 
28th Oct 2019 8:12 pm  |  অনলাইন সংস্করণ

ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর-২০১৯ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের দল। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। তিনি বলেন, দেশের তিনটি প্রধান বড় দলের মধ্যে জাতীয় পার্টি একটি।

জোটবদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, কিন্ত শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই আমরা সরকারে যাইনি।

আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করে, সরকারের ভূল-ক্রুিট ধরিয়ে দিচ্ছি। সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়া মানেই জনগণের উপকার করা। বিরোধীতা মানেই সরকারের সকল কর্মকান্ডে বিরোধীতা, অশালীন বক্তৃতা এবং জনগণের জন্য কষ্টদায়ক কর্মসূচি দেয়া নয়।

আজ দুপুরে গুলশান-০১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সকল প্রেরণার উৎস। বাংলাদেশের উন্নয়নের ইতিহাস থেকে পল্লীবন্ধুর অবদান কখনোই মুছে ফেলা যাবেনা। তিনি বলেন, আমরা পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্ন প্রাদেশিক সরকার গঠন ও ভোটের অনুপাতিক হারে সংসদীয় প্রতিনিধি নির্বাচনের কর্মসূচি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা দূর করতেই, হুসেইন মুহম্মদ এরশাদের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ফর্মুলা বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে।

তিনি বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে, তাদের মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টিতে দুর্নীতিবাজ নেই. তাই দেশের রাজনীতিতে আগামী দিনে জনগনের ম্যান্ডেড পেতে জাতীয় পার্টির উজ্জল সম্ভাবনা রয়েছে। দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই, জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ।
তিনি বলেন, ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন পেয়ে আওয়ামী লীগ ২১ বছর পরে সরকার গঠন করতে পেরেছে। কিন্তু আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সাথে খারাপ আচারণ করেছে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পল্লীবন্ধুকে জেলখানায় ১২দিন মাটিতে শুতে দিয়েছিলো। নেতা-কর্মীদের উপর অত্যাচার করেছে। এখন বিএনপি তাদের কৃত অপরাধের প্রায়শ্চিত্ব করছে।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর প্রতিনিধি সভায় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এ্যাড. সালমা ইসলাম এমপি । ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল ।

পল্লবী থানার সভাপতি আমানত হোসেন আমানত, মীরপুর থানার সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, দারুস সালাম থানার সভাপতি হামিদ হাসান , শাহ আলী থানার সভাপতি মাহফুজ মোল্লা, কাফরুল থানার সভাপতি শামসুল হক, রামপুরা থানার সভাপতি কাজী আবুল খায়ের।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি ।
সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, জসীম উদ্দিন ভূঁইয়া, নির্মল দাস, শেখ মাতলুব হোসেন লিয়ন, ফখরুল আহসান শাহজাদা।

সম্পাদক মন্ডলীর সদস্য আনিস উর রহমান খোকন, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, সুমন আশরাফ, হাবিব উল্লাহ, এটিইউ আহাদ চৌধুরী শাহীন, ডা. সেলিমা খান, মাহমুদুর রহমান মুন্নি, এনাম জয়নাল আবেদিন, তাসলিমা আকবর রুনা, সীমানা আমির, ছাত্রসমাজের আহবায়ক মোঃ জামাল উদ্দিন ।

মহানগর নেতৃবৃন্দের মধ্যে রাজ মোহাম্মদ ওমর ফারুক, মোঃ আলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, নুরুল হক নুরু, মোঃ ইব্রাহিম, আবুল বাশার, আব্দুল আজিজ খান, আব্দুস সাত্তার, এন.এম. সেলিম, এস.এম. হাশেম, মোস্তাফিজুর রহমান নাঈম, মামুনুর রহমান, কামাল হোসেন, আলমাস, মোহাম্মদ আলী, সরদার নজরুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, হাজী সিরাজ, খলিল মোল্লা ও শেখ নাসির উদ্দিন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১