• ঢাকা, বাংলাদেশ

জাপার দুর্গ বৃহত্তর রংপুরে ছাড় দিতে চায় না অাওয়ামী লীগ। 

 admin 
09th Nov 2018 9:35 pm  |  অনলাইন সংস্করণ

রংপুর প্রতিনিধি :- অন্যান্য বিভাগের মতো জাপার দুর্গ বৃহত্তর রংপুরেও প্রার্থীদের খসড়া প্রার্থীর তালিকা করে রেখেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে জোট হলেও বৃহত্তর রংপুরের ২২ আসনের মধ্যে ১৮টি আসন চায় দলটি। যদিও আওয়ামী লীগও কম চায়না, তারাও ১১টির বেশি ছাড় দিতে চায় না।

রংপুর জেলা

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন। একাধিক আসনে বিজয়ী এরশাদ নবম জাতীয় সংসদ (২০০৮ সালে) ছাড়া প্রতিবারেই রংপুর-৩ আসন রেখে দিয়েছেন। ২০০৮ সালে ঢাকা-১৭ আসন রেখে রংপুর-৩ ছেড়ে দিলে রওশন এরশাদ বিজয়ী হন।

এই আসনে এবারও হুসেইন মুহম্মদ এরশাদ প্রার্থী হচ্ছেন এটা পুরোপুরি নিশ্চিত। রংপুর-১ আসনে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, রংপুর-২ আসাদুজ্জামান চৌধুরী, আনিসুল ইসলাম মণ্ডল, অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী সাবলু, রংপুর-৪ সিরাজুল ইসলাম ভরসা, মোস্তফা সেলিম বেঙ্গল ও অ্যাড. মো: আফাজুল হক (বিএনএ জোট), রংপুর-৫ আসনে ফকরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর-৬ আসনে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নুরে আলম জাদু।

কুড়িগ্রাম জেলা

কুড়িগ্রাম-১ আসনে বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ ও শফিকুল ইসলাম চৌধুরী। যদিও এই আসনে রওশন পুত্র রাহগির আল মাহি এরশাদ সাদের কথাও শোনা যাচ্ছে। রওশন এরশাদ নিজে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছেন। কুড়িগ্রাম-৩ ডা. আক্কাস আলী ও আবু তাহের খায়রুল হক, কুড়িগ্রাম-৪ মেজর (অব.) আসরাফ-উদ-দৌলা, অধ্যাপক ইউনুস আলী অ্যাড. মো: এমদাদুল হক ও জাহেদুল ইসলাম জাহিদ।

লালমনিরহাট জেলা

লালমনিরহাট জেলার ৩ আসনে একক প্রার্থী রয়েছে। এখানে এরশাদের ভাই ও ভাতিজা নির্বাচনের জোর প্রস্তুতি নিয়ে রেখেছেন। লালমনিরহাট-১ আসনে ভাতিজা (মামাতো ভাইয়ের ছেলে) মেজর (অব.) খালেদ আখতার, লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবলু, লালমনিরহাট-৩ আসনে ছোট ভাই পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

নীলফামারী জেলা

নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী ও মাওলানা আনম মাসউদ হুসাইন আল কাদেরী (ইসলামী ফ্রন্ট), নীলফামারী-২ সাজ্জাদ পারভেজ, নীলফামারী-৩ কাজী ফারুক কাদের, মেজর (অব.) রানা ও বাদশা আলমগীর, নীলফামারী-৪ বর্তমান সাংসদ শওকত চৌধুরী, ভাগিনা আদেলুর রহমান আদেল ও বিএনএ জোটের অ্যাড মো: আফাজুল হক।

গাইবান্ধা জেলা

গাইবান্ধা-১ আসনে বর্তমান সাংসদ ব্যারিস্টার শামী হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশীদ সরকার, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, গাইবান্ধা-৫ পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, আতাউর রহমান আতা ও এএইচএম গোলাম শহীদ রঞ্জু।

পঞ্চগড় জেলা

পঞ্চগড়-১ আসনে আবু সালেক, পঞ্চগড়-২ আসনে লুৎফর রহমান রিপন।

ঠাকুরগাঁও জেলা

ঠাকুরগাঁও-১ রেজাউর রাজী স্বপন চৌধুরী, ঠাকুরগাঁও-২ নুরুন নাহার বেগম, হাজী বদিউজ্জামান, ইসতিয়াক অনিক ও শহীদ উদ্দিন শামীম (বিএনএ জোট), ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ।

দিনাজপুর জেলা

দিনাজপুর-১ শাহিনুর ইসলাম ও রশিদুল ইসলাম, দিনাজপুর-২ অ্যাড. জুলফিকার হোসেন, দিনাজপুর-৩ আনোয়ার হোসেন জীবন চৌধুরী ও আহমেদ শফি রুবেল, দিনাজপুর-৪ মোনাজাত চৌধুরী মিলন ও আলহাজ্ব সেকেন্দার আলী, দিনাজপুর-৫ সোলায়মান সামি, দিনাজপুর-৬ আসনে দেলোয়ার হোসেন ও অ্যাড পিকুল হাসান (বিএনএ জোট)।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১