admin
08th Nov 2018 8:09 pm | অনলাইন সংস্করণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য আগ্রহীদের কাছে আগামী রবিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় বলেন, ১১ নভেম্বর রবিবার বেলা এগারটায় গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফরম বিক্রির উদ্বোধন করবেন।
সুনীল শুভ রায় বলেন, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোয়ন ফরম বিক্রি হবে। মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। জমা দেয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর।
এই জাপা নেতা জানান, ১৭ নভেম্বর থেকে বিভাগীয়ভাবে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার প্রতিদিন সকাল ১০টায় জাপার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
Array