• ঢাকা, বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

 admin 
05th Jul 2019 3:35 pm  |  অনলাইন সংস্করণ

বিশ্বকাপে আজ লর্ডসে দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সুতরাং, প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। লিগ পর্বে দুই দলেরই আজ শেষ ম্যাচ।

ইনজুরি কাটিয়ে আজ বাংলাদেশ একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে একাদশের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজকেও আজ একাদশে রাখা হয়েছে। এই দুজন সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। অন্যদিকে, পাকিস্তান আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। তাই আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আট ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টাইগাররা এখন পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, পাকিস্তানের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে। সেমিতে উঠতে হলে তাদের আজ ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে। আট ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১