admin
12th Jun 2022 3:49 pm | অনলাইন সংস্করণ
ঢাকা- ১২ জুন রোববার ২০২২: বিগত ৮ জুন ২০২২ ইং তারিখে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় সংঘটিত অপ্রীতিকর ঘটনা তদন্তে ৩ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় পার্টি।
তদন্ত কমিটির সদস্য হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- এ্যড মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশের পরিপ্রেক্ষিতে এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
উক্ত তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত সাপেক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে রিপোর্ট জমা দিবে।
Array