admin
30th Dec 2019 4:13 pm | অনলাইন সংস্করণ

থার্টিফার্স্টে নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশের নির্দেশনা দিয়েছে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।তিনি বলেন সন্ধ্যা ৬টার পর স্টিকার ও পরিচয়পত্র ছাড়া বহিরাগত কোন ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না।
বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নিদের্শনা দেন।
ঢাবি ও বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাবিতে চাইলেও পুলিশ যেতে পারে না। তবে ককটেল বিস্ফোরণে জড়িতদের খুঁজে বের করতে সেখানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে।থার্টিফার্স্ট নাইটে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয় রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।
Array