
ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন জোট মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।
তিনি বলেন, ‘মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লীবন্ধু এইচ এম এরশাদ আমাকে ঢাকা-৪ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। আমাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই।’
বুধবার (২৮ নভেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাবলা বলেন, ‘জয়ের হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচনী এলাকায় আমি অনেক উন্নয়ন করছি। জনগণ ভোটের মাধ্যমে এর রায় দিবে।‘
মহাজোটের প্রার্থীদের তালিকা কেন প্রকাশ হচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি নির্বাচনী কৌশল। তবে দ্রুতই তালিকা প্রকাশ হবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী দুই এক দিনের মধ্যে তিনি বাসভবনে ফিরবেন।’
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (২৮ নভেম্বর) সারাদেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে ভিড় দেখা গেছে। ঢাকার আসনগুলোর জন্য সকাল ৯টা থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেন।
সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দফতরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল ঘোষণার পর দিন থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেয়া শুরু হয়।
Array