admin
08th Feb 2021 2:20 pm | অনলাইন সংস্করণ

শীতকাল প্রায় শেষ পর্যায়ে। বসন্ত আসি আসি করছে। এরই মধ্যে কমতে শুরু শীত, বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে সামান্য কমতে পারে। তারপরের তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Array