admin
03rd Dec 2019 1:21 pm | অনলাইন সংস্করণ

বাংলাদেশের পক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে তৃতীয় স্বর্ণপদক জয় করেছেন মারজানা আক্তার পিয়া। মেয়েদের কারাতে ৫৫ কেজি ওজন শ্রেণিতে এ পদক জয় করেন পিয়া।মারজানা পাকিস্তানের কাউসার ছানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে এ পদক অর্জন করেন। এসএ গেমসের ১৩ তম আসরে এটি বাংলাদেশের তৃতীয় স্বর্ণ জয়। এসএ গেমসের গত আসরে বাংলাদেশ জিতেছিল চারটি স্বর্ণপদক।
স্বর্ণ পদকের পাশাপাশি মঙ্গলবার (৩ ডিসেম্বর) আরও দুটি রৌপ পদক জিতে নেয় বাংলাদেশের অ্যাথলেটরা। হাইজাম্প এ রৌপ্য জিতেছেন মাহফুজুর রহমান। এবার এসএ গেমসে এটি বাংলাদেশের তৃতীয় রৌপ্য। এরপর চতুর্থ রৌপ জিতেছেন ফেরদৌস। ছেলেদের কারাতে ৫৭ কেজি ওজন শ্রেণীতে জিতেছেন ফেরদৌস।এ নিয়ে এবার ১৩ তম এসএ গেমসে তিনটি স্বর্ণ, চারটি রৌপ, ১৩ টি ব্রোঞ্জ সহ ২০টি পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
Array