admin
13th Mar 2021 1:27 pm | অনলাইন সংস্করণ
ছোটবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়ার কথা বড়দের কাছে আমরা অনেক শুনেছি। অনেক পদ্ধতিও শিখেছি। কিন্তু এসব পদ্ধতি কতোটা সঠিক তা নিয়ে সংশয় রয়েছে।
দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া আসা করি আমরা। তবে এসব প্রয়োজনই হবে না, যদি তেজপাতা দাঁত ঝকঝকে সুন্দর করার কাজে ব্যবহার করেন। সাধারণত এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে। কীভাবে?
চলুন জেনে নেওয়া যাক, দাঁত সুন্দর ঝকঝকে করতে তেজপাতা ব্যবহারের পদ্ধতি জেনে নিন-
উপকরণ:
তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে), কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ), মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।
Array