admin
14th Sep 2019 12:39 pm | অনলাইন সংস্করণ
দায়িত্ব নিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে নানা আনুষ্ঠানিকতায় বিদায় নিয়েছেন আছাদুজ্জামান মিয়া।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, শুক্রবার দুপুরের পর নতুন কমিশনার দায়িত্ব নিয়েছেন।
পুলিশ জানায়, ১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেয়া নতুন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন তিনি। ছাত্রজীবনে ছাত্রলীগ নেতা ছিলেন। শফিকুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Array