• ঢাকা, বাংলাদেশ

দিনাজপুরে বিজিবি কমান্ডার বলেন ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারবে 

 admin 
27th Dec 2018 4:15 am  |  অনলাইন সংস্করণ

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেছেন, ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার সব ব্যবস্থা করা হয়েছে। এর জন্য গত চার মাস থেকে মাঠে কাজ করছে বিজিবি।

বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর কুঠিবাড়ী বিজিবির অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভোটারদের কথা চিন্তা করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজেই ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারবে এবং বাড়ি ফিরতে পারবে। এ কাজে সাংবাদিকদেরও সহযোগিতা করতে হবে।

সেক্টর কমান্ডার সোহরাব ভূঁইয়া বলেন, বিজিবি এবং সংবাদকর্মীদের মধ্যে যে সমন্বয় রয়েছে, সেই সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সকল ক্ষেত্রে মর্যাদা লাভ করেছে। তাই দেশ ও জনগণের কল্যাণ বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশন করতে হবে সাংবাদিকদের।

সোহরাব ভূঁইয়া বলেন, নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলায় বিজিবি ২৪টি ক্যাম্প স্থাপনে ৩৩ প্লাটুন সৈনিক নিয়োজিত করে টহল ব্যবস্থা এবং পুলিশকে সহায়তায় অপরাধীদের আটক করতে কাজ করে যাচ্ছে।

অতিরিক্ত ৮ প্লাটুন বিজিবি সদর দপ্তরে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদেরকে নিয়োজিত করবে। ৪২-বিজিবি ৪টি সংসদীয় আসনে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ২টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রত্যেকটি সংসদীয় আসনে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব এবং আনসার বাহিনীর সদস্যরা সমন্বয় করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে তথ্য প্রদান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক তিস্তা সম্পাদক মিজানুর রহমান লুলু ও ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শামীম।

এ ছাড়াও মতবিনিময় সভায় দিনাজপুরের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ৪২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১