admin
27th May 2019 12:50 pm | অনলাইন সংস্করণ

যশোরের শার্শা উপজেলায় দুই সন্তানকে কীটনাশক খাইয়ে হত্যার পর এক নারী আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ মে) রাত ১১টায় উপজেলার কয়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া-দীঘা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় চা দোকানি ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।
স্থানীয় লোকজন জানান, রাতে চালিতাবাড়িয়া-দীঘা গ্রামে হামিদা খাতুন তার দুই সন্তান সোহান হোসেন ও শরিফা খাতুনকে কীটনাশক পান করিয়ে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যা করেন। ঘটনার সময় ইব্রাহিম দোকানে ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে লাশ উদ্ধার করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুকদেব বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা। লাশ ৩টি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হবে।
Array