
নিজ সংবাদ ॥ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন আশরাফুল হক (সুমন আশরাফ)। গত বুধবার তিনি জেলা রিটার্নিং কার্যালয়ে জেলা প্রশাসক আসলাম হোসেনের কাছে তাঁর মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে সুমন আশরাফ কুমারখালী-খোকসাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
সুমন আশরাফ ১৯৭৭ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা আসাদুল হক সোলায়মান আওয়ামী রাজনীতির পরিচিত মুখ। ১৯৯১ সালে সুমন আশরাফ ছাত্রসমাজের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে তিনি ১৯৯৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনের রাজনীতি শুরু তাঁর। এরপরে কুষ্টিয়া এবং দেশের সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীর মীর মোশাররফ হোসেন সেতু, শেখ রাসেল সেতু, পদ্মা সেতু বাস্তবায়নের আন্দোলনসহ কুষ্টিয়ার সকল উন্নয়নের আন্দোলনে তার ভুমিকা ছিল অগ্রণী। বর্তমানে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে জাতীয় রাজনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছেন। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।
সুমন আশরাফ বলেন-নির্বাচনে জয়লাভের মাধ্যমে অবহেলিত এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে ভূমিকা রাখতে চান। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে টিআর, কাবিখার গম লুট রোধ, নিয়োগ বাণিজ্য পরিহারসহ সরকারের গৃহিত উন্নয়নমূলক কর্মকান্ড সফলভাবে বাস্তবায়ন করার আশা প্রকাশ করেন। দুর্নীতিমুক্ত খোকসা-কুমারখালী গড়ায় হবে তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।
Array