মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৯ জন এবং নারী ৩২ জন। এছাড়া একই সময়ে ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৬৩৫ জন এবং নারী ২ হাজার ৬৪৮ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।
করোনা আক্রান্ত হয়ে গতকাল শুক্রবারও ১০১ জনের মৃত্যু হয়েছে। যা ছিলো এ যাবতকালে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
এতে বলা হয়, বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ২১ থেকে ৩০ বয়সের ৩ জন, ৩১ থেকে ৪০ বয়সের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের ৮ জন, ৫১ থেকে ৬০ বয়সের ২৯ জন আর ৬০ বছরের উর্ধ্বে ৫৮ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৫৭টি পরীক্ষাগারে ১৬ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে অদ্যবধি ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৮ লাখ ৩৪ হাজার ৭১০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ লাখ ১৫ হাজার ৯৫৩ জন।
Array