admin
23rd Aug 2020 4:48 pm | অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া, করোনায় আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ও এক ছেলে।
রোববার (২৩ আগস্ট) ধর্মসচিবের একান্ত সচিব মো. যুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সচিব নূরুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিনই তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এখন তেমন কোনো জটিলতা নেই। ভালো আছেন।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন জানান, ধর্মসচিবের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীকেও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার ছেলে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
Array