admin
09th Jan 2019 6:50 pm | অনলাইন সংস্করণ
একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ৩০ জানুয়ারি। ওই দিন বিকাল ৩টায় শুরু হবে অধিবেশন।
বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এই অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৮টি আসনের মধ্যে জোটগতভাবে আওয়ামী লীগ পেয়েছে ২৮৮টি আসন। বিএনপি ও তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে সাতটি আসন।
আওয়ামী লীগ জোট এবং স্বতন্ত্র সাংসদরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের সাংসদরা শপথ নেবেন না বলে জানিয়েছেন। যদিও তারা শপথ নেয়ার জন্য আরও সময় পাবেন। শেষ পর্যন্ত শপথ না নিলে ওই আসনগুলোতে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।
Array