admin
03rd Mar 2025 10:13 am | অনলাইন সংস্করণ

স্টাফ রিপোর্ট :নারায়ণগঞ্জের চাষাড়ার ২ নং ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ দগ্ধ হয়েছেন আটজন।
সোমবার (৩ মার্চ) ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- ১৮ মাস বয়সী সুমাইয়া, ৪ বছরের শিশু জান্নাত, ১০ বছরের সামিয়া, ১২ বছরের সাব্বির এবং ৫০ বছর বয়সী হান্নান।আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
Array