admin
08th Nov 2018 3:15 pm | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির কক্সবাজার শহর সভাপতি কামাল উদ্দিন আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (৮
নভেম্বর) রাত ১টা ৫৭ মিনিটের সময় ঢাকাস্থ উত্তরা আধুনিক
হাসপাতালে ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
কক্সবাজারে জাতীয় পার্টির নেতা হিসেবে কামাল উদ্দিন সবার পরিচিত একটি নাম। রাজনীতির মাঠে ময়দানে পার্টির আন্দোলন সংগ্রামে সদা সরব থাকতেন তিনি। কামাল উদ্দিন কক্সবাজার শহরের বাহারছড়া
এলাকার বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত
সোমবার থেকে ঢাকার উত্তরাস্থ আধুনিক
হাসপাতালে অচেতন অবস্থায় লাইফ
সাপোর্টে ছিলেন তিনি।
শুক্রবার বাদ জুমা বাহাছরা গোলচত্বরে
মরহুমের নামাজ জানাযা অনুষ্ঠিত হবে।