
নেটফ্লিক্সে চোখ রেখেই যেন কেটে যাবে সিনেমাপ্রেমীদের দিন-রাত। হ্যাঁ, সেরকমই এক ব্যবস্থা করে ফেলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এবার আসতে চলেছে তাদের নতুন ৪১টি প্রোজেক্ট! তাতে রয়েছে যেমন পুরনো সিরিজের নতুন সিজন। তেমনি রয়েছে একেবারে নতুন সিরিজ। শুধু তাই নয়, এসব কটাতেই রয়েছে বলিউডের বিগিজরা। তা কী কী রয়েছে নেটফ্লিক্সের এই নতুন ঝুলিতে? গত বুধবার ২০২১ সালের সিরিজ ক্যালেন্ডার প্রকাশ করে ফেলল নেটফ্লিক্স। ক্যালেন্ডারে রয়েছে, ‘দিল্লি ক্রাইম’, ‘শি’, ‘জামতারা’, ‘মাসাবা মাসাবা’, ‘লিটল থিঙ্কস’-এর মতো জনপ্রিয় সিরিজের নতুন সিজন। আর একেবারে নতুন সিরিজের মধ্যে রয়েছে, ফাইন্ডিং অনামিকা। যেখানে অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। ফতিমা সানা শেখ ও জয়দীপ আহলওয়াতের ‘অজীব দাস্তান’, সানিয়া মালহোত্রা ‘মিনাক্ষী সুন্দরেশ্বর’, ‘সার্চিং ফর শীলা’ এবং ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভসের নতুন সিজন। এখানেই আটকে নেই। অনুষ্কা শর্মার নতুন প্রোজেক্ট ‘মাই’ রয়েছে। রয়েছে ‘আরণ্যক’। রয়েছে ‘রে’। সত্যজিৎ রায়ের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ‘রে’। নেটফ্লিক্সে আসছে বম্বে বেগমস, ডিকপলড, ফিলস লাইক ইশক, ইয়ে কালি কালি আঁখে। তাপসী পান্নু ও বিক্রান্ত মেসির ‘হাসিন দিলরুবা’ এবং অর্জুন কাপুর ও রাকুল প্রীত সিংয়ের সর্দার কা গ্র্যান্ডসন।
Array