মো. রেদোয়ান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপি ‘৩য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘মগজে দূর করি মননের কলঙ্ক’ স্লোগানকে প্রতিপাদ্য করে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
শুক্রবার (৩১ মে ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এ উপলক্ষে সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে গোল চত্বরে শেষ হয়। পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তুর্জ চৌধুরী সহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রায় ১৩ বছর পর ২ দিন ব্যাপী ৩য় বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি ডিবেটিং সোসাইটির এ আয়োজনকে সাধুবাদ জানাই। পাশাপাশি অনুষ্ঠানের যথাযথ সফলতা কামনা করি এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
উল্লেখ্য, আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম দিনে চারটি পৃথক রাউন্ডসহ সেমিফাইনাল পর্যন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী এ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান আগামীকাল ১ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে, এতে প্রধান অতিথি হিসেনে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী (এম.পি.)।
Array