বিশেষ প্রতিনিধি:
আজ ১৪আগস্ট বুধবার বিকেল থেকে নোয়াখালী মাইজদী প্রধান সড়কে নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে দেখা যায়।
নোবিপ্রবি ছাত্রদল নেতা জাহিদ হাসান এই কর্মসূচি পালন করেন।শহরের হোয়াইট হল থেকে পৌরবাজার পর্যন্ত বৃক্ষরোপণ করতে দেখা যায় এবং বিভিন্ন বৃক্ষের সাথে সচেতনতামূলক লিফলেট টানিয়ে দেন।
ছাত্রদল নেতা জাহিদ হাসান বলেন,”বন অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমান বনভূমির পরিমাণ মাত্র ১৫.৫৮ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বাধীন বাংলাদেশকে বর্তমান তরুণ প্রজন্ম ঢেলে সাজানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে,তারই ধারাবাহিকতায় নোবিপ্রবি ছাত্রদল এই কর্মসূচি গ্রহণ করেছে।ধীরে ধীরে আমরা বিশ্ববিদ্যালয় এবং শহরের অন্যান্য এড়িয়ায়ও আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।”
আরেক ছাত্রনেতা ফারুক আহমেদ বলেন,”আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কার্যকর কমিটি নেই।তাই সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনা করতে আমাদের নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।আমাদের সিনিয়র এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করছি।নোবিপ্রবি ছাত্রদল সৃষ্টিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সাধারণ শিক্ষার্থীদের সাথে দৃড়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দেশ,আমাদেরই দায়িত্ব দেশসেবায় নিয়োজিত থাকার।”
বিকেল থেকেই কর্মসূচিতে আরও নেতৃত্ব দিতে দেখা যায় সাব্বির হোসেন,তাজুল ইসলাম রনি, শাখাওয়াত সায়েম,ইমরান কবির সহ অন্যান্য নেতৃবৃন্দদের।
এসময় স্থানীয় জনসাধারণও তাদের সহযোগিতা করেন।