
ঢাকা-মঙ্গলবার ১৪ জুলাই, ২০২০ ইং:
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, স্বাধীনাত্তোর বাংলার সর্বশ্রেষ্ঠ সংস্কারক, ৬৮ হাজার গ্রাম বাংলার নয়নের মনি, উন্নয়নের রুপকার, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রথম মৃত্যু বার্ষিকী যথাযথ ভাবে পালন করেছে জাতীয় ছাত্র সমাজ।
শোকাবহ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক গৃহীত ১৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচির প্রথম দিনের অংশ হিসেবে আজ সকাল ১০ ঘটিকায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি’র উপস্থিতিতে রংপুরে পল্লী নিবাসে শায়িত হুসেইন মুহম্মদ এরশাদ-এর কবরে পূস্পস্তবক অর্পণ শেষে কবরস্থান সংলগ্ন জায়গায় একটি বৃক্ষ রোপন করার মধ্যে দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ আলী, রংপুর মহানগরের সভাপতি মোঃ ইয়াসির আরাফাত আসিফ, কেন্দ্রীয় সহ সভাপতি ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোবহান মজিদ বিদ্যুৎ, আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদ আলম তপু, কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আজিজ ড্যানি, সামিউল সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ ঘটিকায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহ ইমরান রিপন, সহসভাপতি ও কেন্দ্রীয় উপ-তদারকি কমিটির আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সাহারিয়ার রাসেল, সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ অর্নব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ ইউসুফ, সাধারন সম্পাদক তানভীর হোসেন সুমন, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব, প্রচার সম্পাদক মোঃ আতাউল্লাহ আরিফ,ৱশিক্ষা বিষয়ক সম্পাদক খলিল দেওয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভীর আজিজ, কেন্দ্রীয় সদস্য মোঃ মানিক খান, শফিকুল ইসলাম শাকিল, মায়িন মাসুদ, রায়হান প্রমুখ।
এছাড়াও দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শোকাবহ এই দিনটি পালিত হচ্ছে।
Array