admin
12th Dec 2018 4:56 pm | অনলাইন সংস্করণ

হাতে সময় কম। দ্রুত গন্তব্যে যেতে হবে। সেই দ্রুততা যে কেমন গতির হবে তা বুঝতে চান না নারী। যেন মুহূর্তেই তাকে পৌঁছে দিতে হবে।
কিন্তু রিকশাচালকের প্যাডেলের গতি পছন্দ নয় ওই নারীর। তাই আরও জোরে চালাতে নির্দেশ দেন। কিন্তু রিকশাচালক জানান, এর চেয়ে বেশি জোরে চালাতে পারবেন না। এতেই বিপত্তি চালকের।
ক্ষিপ্ত নারী চড়াও হন চালকের ওপর। শুরু করেন মারপিট। সপাটে থাপ্পড় দিতে থাকেন রিকশাচালককে। অকথ্য ভাষায় গালিগালাজও হয়।
ঘটনার ভিডিও দৃশ্য সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক পথচারী ওই নারীর আচরণের প্রতিবাদ করছেন। তবে কোনো প্রতিবাদেই নিজের অবস্থান থেকে সরেননি নারী।
সামাজিকমাধ্যম ফেসবুকে ‘সাইবার ৭১’ এর অফিসিয়াল পেজে ভিডিওটি মঙ্গলবার শেয়ার করা হয়েছে। তবে ঘটনাটি কবে, কোথায় ঘটেছে তা উল্লেখ করা হয়নি। কিন্তু ঘটনা বাংলাদেশের তা অনুমান করা যাচ্ছে।
Array