• ঢাকা, বাংলাদেশ

ফরিদপুর সারের দাবিতে আখচাষিদের আলটিমেটাম 

 admin 
08th Nov 2018 7:24 pm  |  অনলাইন সংস্করণ

ফরিদপুরের মধুখালীতে সারের সংকট নিরসনে স্থানীয় ফরিদপুর সুগার মিলস লিমিটেড কর্তৃপÿকে চারদিনের আলটিমেটাম দিয়েছে আখচাষিরা। এ দাবিতে ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থা সাংবাদিক সম্মেলন করে। পরে সারের দাবিতে শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

চলতি ২০১৮-২০১৯ আখ রোপন মৌসুমে সারের সংকটে পড়েছেন কৃষকরা। সারের দাবিতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার ব্যানারে শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চিনিকলের প্রধান ফটকের সামনে ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন আখচাষি কল্যাণ ফেডরেশনের  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উসমান গনি মোল্যা, সাবেক ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম  ঝটু, বেনজীর  আহম্মদ  ও আব্দুল হাই বাশি মিয়া।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভার সভাপতি। লিখিত বক্তব্যে  তিনি বলেন, ২০১৮-২০১৯ আখ রোপন মৌসুমে ফরিদপুর চিনিকলে সার সংকটের কারণে আখ রোপন ব্যাহত  হচ্ছে। আখ চাষে চাষিরা অনীহা  প্রকাশ করছেন।  প্রতি আখ রোপন মৌসুমে  আখ চাষিদের মাঝে প্রায় ৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়ে থাকে। কোনো চাষির একটি টাকাও ঋণ খেলাপ করেনি। যদি আখ রোপন মৌসুমের শুরুতেই মিলে সারের সংকট চলতে থাকে তাহলে  আখ রোপন কিছুতেই  লক্ষ্যপূরণ হবে না।

সাংবাদিক সম্মেলন শেষে শিল্পমন্ত্রী বরাবরে দেয়া লিখিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেনের হাতে তুলে দেন আখচাষি কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

এসময় যতো তাড়াতাড়ি সম্ভব সারের সংকট কাটিয়ে উঠতে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক।

আখচাষি কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ চার দিনের সময় বেধে দিয়ে বলেন,  এ সময়ে  সার না পেলে ব্যবস্থাপনা পরিচালকের অফিস ঘেরাওসহ বিভিন্ন  কর্মসূচী  ঘোষণা করা হবে।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১