admin
22nd Mar 2021 10:35 pm | অনলাইন সংস্করণ
সংসার ভাঙার গুঞ্জনে গত বছরের শুরুতে বেশ আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। শোনা গিয়েছিল আদিত্য চোপড়ার সঙ্গে তুমুল ঝামেলা চলছিল তার। তবে বিষয়টি গুঞ্জন হিসেবেই উল্লেখ করে উড়িয়ে দিয়েছিলেন রানি।
রোববার (২১ মার্চ) রানি মুখার্জির জন্মদিন। এবারের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন রানি। তার নতুন সিনেমার নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে।’ সিনেমাটি পরিচালনা করবেন অসিমা ছিব্বর।
সিনেমাটি প্রসঙ্গে রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে ন। এই সিনেমার স্ক্রিপ্ট পড়েই উতলা হয়ে উঠেছিলাম। অপেক্ষায় ছিলাম কবে শুটিং শেষ করব। সেই সময় এসে গিয়েছে। আমি তো দারুণ এক্সাইটেড!’
জানা গেছে, মুম্বাই এবং নরওয়ের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির। একজন মা, একটি দেশের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে সিনেমায়। রানি আরো বলেন, ‘এরকম গল্প আগে কোনদিন দেখেনি বলিউড। তাই এই সিনেমার চিত্রনাট্য পড়ে নিজেকে আটকাতে পারিনি। একবার শুনেই হ্যাঁ করে দিয়েছি।’
Array