admin
25th Apr 2021 11:33 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর পুরান ঢাকার বংশালে নতুন রাস্তায় পাঁচ তলা বিশিষ্ট আতা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। রোববার রাত ১০টায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, বংশালে নতুন রাস্তার পাঁচ তলা বিশিষ্ট আতা মসজিদের ৫ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, মসজিদটির চারপাশ থেকে আগুন নেভানোর কাজ চলছে। আগুন পাঁচ তলার বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। এছাড়া ভেতরে লোকজন আটকে পড়ার আশঙ্কা নেই। তবে আগুন নেভানো শেষে চূড়ান্ত অনুসন্ধানের পর বিষয়টি নিশ্চিত করা যাবে।
Array