admin
30th Apr 2021 4:25 pm | অনলাইন সংস্করণ

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। একই সঙ্গে দেশটি আশাবাদ ব্যক্ত করেছে, বাংলাদেশ-ভারত একসঙ্গে এই মহামারি জয় করবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার টুইট বার্তায় বাংলাদেশকে এ ধন্যবাদ জানায়। এতে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশ সংহতি প্রকাশ করায় এবং করোনার এই সংকটের সময় ভারতের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর বার্তা দেয়ায় ঢাকাকে ধন্যবাদ।
বাংলাদেশ ভারতকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিয়েছে উল্লেখ করে টুইটে বলা হয়, আমরা আত্মবিশ্বাসী, ভারত-বাংলাদেশ একসঙ্গে কোভিড-১৯ মহামারি জয় করবে।
এর আগে এক খবরে বাসস জানায়, বাংলাদেশ কোভিড-১৯ মোকাবিলায় ভারতের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিয়েছে।
Array