admin
23rd Mar 2021 10:33 pm | অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন , আঞ্চলিক যোগাযোগ আরো বাড়াতে নেপাল ও ভুটান আগ্রহ প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তঃদেশীয় জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া এগিয়ে নিতে আহ্বান জানিয়েছে কাঠমান্ডু।
মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সফরের প্রথমদিন মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আধাঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে দুই দেশের পারস্পারিক নানা ইস্যু উঠে আসে।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আকাশ, রেল ও নৌপথে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা আরো এগিয়ে নিতে আলোচনা হয়েছে।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, কিভাবে দুই দেশের যোগাযোগ বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। তারা আকাশ ও রেল পথের ব্যাপারে বেশি আগ্রহী।
এর আগে, দুইদিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। ঐ বৈঠকে আন্তঃদেশীয় জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া এগিয়ে নিতে আহ্বান জানায় নেপাল। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী। রোহিঙ্গা ইস্যু ও তাদের প্রত্যাবাসনের ব্যাপারেও বাংলাদেশ নেপালের সমর্থন চেয়েছে।
নেপালের সঙ্গে ৪টি সমঝোতা স্মারক ও অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
Array