admin
16th Mar 2020 1:18 pm | অনলাইন সংস্করণ

এমন সিদ্ধান্ত আসছে সেটা অনুমিতই ছিল। হলোও তাই। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরটা স্থগিত করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত বিশ্বব্যাপি করোনাভাইরাসের আতঙ্কের প্রেক্ষিতেই এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশের ক্রিকেট বোর্ড। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই সফর পরবর্তীতে কোন সময় করার জন্য উভয় বোর্ড পরে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ক্রিকেট দলের আগামী ১ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল পর্যন্ত একটি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল।
Array