
করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের গ্লোব বায়োটেকের আবিষ্কৃত টিকা ‘ব্যানকোভিড’ প্রি-ক্লিনিক্যাল টেস্টের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হওয়ায় অন্যান্য দেশেও এটি নিয়ে আগ্রহ বেড়েছে। ইতোমধ্যে নেপালে এ টিকা ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার আগ্রহ দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র। এ ছাড়া টিকাটির ২০ লাখ ডোজ কিনতে বায়োটেকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে নেপালের কোম্পানি আনমোল গ্রুপ। গতকাল বৃহস্পতিবার তেজগাঁও শিল্প এলাকায় গ্লোবের করপোরেট অফিসে নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর
ও গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশীদের উপস্থিতিতে এ সমঝোতা হয়। এ সময় গবেষক দলের প্রধান ড. কাকন নাক, সদস্য নাজনিন সুলতানা, ড. মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ডা. বংশীধর বলেন, একজন চিকিৎসক হিসেবে আমি গ্লোবের তৈরি ব্যানকোভিড নামের এ টিকা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমরা এ টিকা নিতে আগ্রহী। গ্লোব বায়োটেক মানুষের ওপর টিকাটির ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে জি-টু-জি পদ্ধতিতেও আমরা এটি কিনতে পারব। বাংলাদেশ সরকার রাজি থাকলে নেপাল এ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালেও আগ্রহী।
গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের আগেই ২০ লাখ ডোজ ব্যানকোভিড কিনতে সমঝোতা চুক্তি করেছে নেপালের একটি কোম্পানি। নেপালের আনমোল গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি দেশ থেকেও ২ কোটি ডোজের অর্ডার এসেছে। বাংলাদেশকে সন্তুষ্ট করেই আমরা বাইরে সরবরাহ করব।
সারাবিশ্বে যেসব টিকা তৈরির কাজ হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্যে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে আছে এমন ৪২টি এবং প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ১৫৬টি টিকার দুটি তালিকা রয়েছে ডব্লিউএইচওর কাছে। যার মধ্যে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তিনটি টিকার নাম রয়েছে।
গত ৩ জুলাই সংবাদ সম্মেলন করে গ্লোব বায়োটেকের পক্ষ থেকে করোনা ভাইরাসের টিকা তৈরির চেষ্টার ঘোষণা দেওয়া হয়। পরে গত ৫ অক্টোবর আরেক সংবাদ সম্মেলনে বলা হয়, ইঁদুরের ওপর প্রয়োগ করে তাদের ওই সম্ভাব্য টিকা কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে। এখন তারা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআসি) আবেদন করবে। এর পর গত ১৪ অক্টোবর ভ্যাকসিন ব্যানকোভিডের ক্লিনিক্যাল ট্রায়াল কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বায়োটেক।
Array