admin
04th Nov 2019 3:14 pm | অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাশতবক গ্রামের আমজাদ আলী খানের স্ত্রী হামিদা বেগম (৫০), ছেলে রাসেল কান (২৫) এবং ভাই দেলোয়ার হোসেন খান (৪৫)।
এ বিষয়ে বরগুনার পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, সকাল ৮টার দিকে দেলোয়ার হোসেন খান তার বাড়ির বাগনের একটি সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রথমে তার ভাইয়ের ছেলে রাসেল এবং ভাবি হামিদা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Array