
ঢাকা, সোমবার, ২৯ জুন-২০২০ :
রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ব্যাপক প্রাণহানীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ছাত্র সমাজ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুননেতৃদ্বয় আজ এক শোক বার্তায় লঞ্চ ডুবিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে আসা মর্নিংবার্ড লঞ্চটি সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে এলে চাঁদপুর থেকে আসা ময়ূর-০২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে দুঃখজনকভাবে অপ্রত্যাশিত প্রাণহানীর ঘটনা ঘটে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে দুর্ঘটনার প্রকৃত কারণ উন্মোচণে একটি কার্যকর তদন্ত কমিটি গঠন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। ভবিষ্যতে যাতে এমন দুঃখজনক দূর্ঘটনা না ঘটে সেজন্য প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। এছাড়া লঞ্চ দূর্ঘটনায় নিহত, আহত এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে যুক্তিযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে।
বার্তা প্রেরক,
মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব
দপ্তর সম্পাদক
জাতীয় ছাত্র সমাজ,কেন্দ্রীয় নির্বাহী কমিটি