admin
01st Jan 2019 4:11 pm | অনলাইন সংস্করণ
ঢাকা : ০১ জানুয়ারি, ২০১৯:
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের পর প্রক্রিয়া শুরু হবে। সাংবিধানিকভাবে তিন দিনের বাধ্যতা থাকলেও পরদিনই (বৃহস্পতিবার) শপথ গ্রহণ করবেন নব নির্বাচিত এমপিরা।
মঙ্গলবার সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিষয়টি সাংবাদিকদের জানান।
জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই হচ্ছেন প্রধানমন্ত্রী। যার মাধ্যমে একমাত্র তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ চারবারের প্রধানমন্ত্রী হবেন। সংসদে বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি।
এ নির্বাচনে সর্বোচ্চ ২৫৯টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পেয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা)। এরপর ৭ আসন পেয়ে তৃতীয় অবস্থানে আছে বিএনপি।
Array