
বঙ্গবন্ধু বিপিএলের ১৭তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ব্যাট করছে ঢাকা প্লাটুনে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা প্লাটুন টস জিতে ব্যাটিংয়ের জন্য কুমিল্লা ওয়ারিওর্সকে ব্যাটিংয়ের জন পাঠায়।
শেষ খবর পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৪২ রান। মেহেদী হাসান মিরাজ দুই ওভারে তিন রান দিয়ে একাই তুলে নিয়েছেন দু’টি উইকেট।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান, ইয়াসির আলি রাব্বি, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম রবি, সুমন খান, মুজিব-উর রহমান ও আল -আমিন হোসেন।
ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, শহীদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ ও হাসান মাহমুদ।
সন্ধা সাড়ে ছয়টায় খুলনা টাইগার্সের মুখোমুখী হবে রাজশাহী রয়েলস।
Array