দিবা-রাত্রি টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৩০৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৬৬ রানে ব্যাট করছেন টেইলর, সঙ্গী বিজে ওয়াটলিং এখনও রানের খাতা খুলতে পারেননি।
পার্থে ৪ উইকেটে ২৪৮ রান নিয়ে শুক্রবার দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের সেঞ্চুরিয়ান লাবুশেন এ দিন আর খুব বেশি সময় টিকতে পারেননি। ১৪৩ রান করা ডানহাতি ব্যাটসম্যানকে বোল্ড করে দেন নিল ওয়েগনার।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৪৬.২ ওভারে ৪১৬ (ওয়ার্নার ৪৩, বার্নস ৯, লাবুশেন ১৪৩, স্মিথ ৪৩, ওয়েড ১২, হেড ৫৬, পেইন ৩৯, কামিন্স ২০, স্টার্ক ৩০, লায়ন ৮, হেইজেলউড ০*; সাউদি ৩০.২-৭-৯৩-৪, ফার্গুসন ১১-১-৪৭-১, ওয়েগনার ৩৭-৭-৯২-৪, ডি গ্র্যান্ডহোম ২২-৮-৩৭-১, স্যান্টনার ৩৩-৫-১১১-০, রাভাল ১৩-১-৩৩-১)
নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ৩২ ওভারে ১০৯/৫ (রাভাল ১, ল্যাথাম ০, উইলিয়ামসন ৩৪, টেইলর ৬৬*, নিকোলস ৭, ওয়াগনার ০, ওয়াটলিং ০*; স্টার্ক ১১-১-৩১-৪, হেইজেলউড ১.২-১-০-১, কামিন্স ১০.৪-২-৩৪-০, ওয়েড ২-০-৮-০, লায়ন ৭-০-৩৫-০)